গোলাপ( 🌹) অদল বদল

কলমে স্বরলিপি দাস

কলেজ এর তৃতীয় বর্ষ চারজনের খুব সুন্দর বন্ধু

  • সীমা অর্ণব রুবি আর কৌশিক এদের দারুন বন্ধুত্ব শুধু বন্ধু নয় রুবি ও কৌশিক একে অপরকে পছন্দ করত আর সীমা অর্ণব কে অর্ণব কিন্তু রুবি কে কিন্তু মজার বিষয় চার জন ই খুব ভালো বন্ধু বন্ধুত্বের ভাঙন ধরবে এই ভয়ে কেউ কিছু বলেনি তিন বছর কলেজে র কাল রেজাল্ট প্রকাশ আবার কবে দেখা হবে জানে না রুবিও কৌশিক একে ওপর কে বুঝতে দিত না যে দুজনে দুজনকে পছন্দ করে যাই হোক রসীমা জানত সব আর রুবি ও জানত যে সীমা অর্ণব কে পছন্দ করে এখন কৌশিক কে ফোন করে অর্ণব – ভাই ,তুই আমার বেস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আছে একটা কালকে রেজাল্টের পর রুবি কে দারাতে বলিস ও তোর কথা খুব শোনে
  • হ্যাঁ আমি বলব কিন্তু কেন? তুই বললেই তো পারিস ডঙ্
  • আসলে কাল আমি ওকে তিন বছর ধরে জমা মনের কথা বলব জানিস আমি ওকে তিন বছর ধরে পছন্দ করি কেরিয়ারের জন্য বলতে পারিনি হেল্প করিস আমাকে ।সীমাকে বললাম আমি কাল আমার পছন্দের মানুষ কে মনের কথা বলব ও খুব এক্সাইটেড ।
  • জলস্রোতার্থ বাঁধের মতোই বর্ষিত হল অশ্রু নিরুদ্ধ কৌশিকের নয়ন এটা কি বলছে অর্ণব আজ থেকে তিন বছর ধরে সে পছন্দ করে বলতে পারে নি রুবি র পছন্দ এর লাল গোলাপ টা কিনেছে কাল দেবে কিন্তু এটা কি ?
  • ওই তুই কথা বল ফোন কেটে সীমাকে কল করল কলার টিউন পরিবর্তন একি !
    ‘আমি ভেবে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস ‘
  • হ্যাঁ বল
    ওই তুই এখন কলার টিউন পরিবর্তন করে ছিস?
    কালকে যথা সময়ে পৌঁছাস।

রেজাল্ট বেরোলো কৌশিক ও রুবি যুগ্ম ভাবে প্রথম
তারপর ওরা চারজন একটা জায়গায় কৌশিক ও গোলাপ এনেছে অর্ণব ও ।এখন সীমা আর রুবি বলছে
অর্ণব আজকে তোকে মনের কথা বলবে সীমা মনে হয় দেখিস
হ্যাঁ কৌশিক তোকে ।ভালো ই হবে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে।
…….. সত্যিই খুব স্মরণীয় আজ কে মনে পড়ছে সব কৌশিক এর …মাঝ রাত বাইরে বৃষ্টি তার পাশে সীমি ঘুমন্ত কিন্তু সে ডায়ারির পাতায় আজো লিখছে ……
‘মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে ‘…
তাহলে কি হয়েছিল সেদিন?
হুম সেদিন চারজন এ ই পৌঁছেছিল কিন্তু অর্ণব হঠাৎ কৌশিক এর দিকে তাকিয়ে ই রুবিকে মনের কথা বলে আর কৌশিক বুঝতে পেরেছিল সীমার কেমন লাগবে তাই সে বাধ্য হয়ে সীমাকে মিথ্যে মনের কথা বলে ।দু জন মেয়েই অবাক রুবি এক অভিমান মিশ্রিত চোখ আর কান্না চেপে হাসি মুখে কৌশিকের দিকে তাকাল ও সেই মুহুর্ত মনে হয় সব চেয়ে কঠিন কঠোর নিষ্ঠুর ।আকাশে ও বোধহয় মেঘ করে হঠাৎ প্রবল বৃষ্টি হয় রুবি রাগ অভিমান নিয়ে অর্ণব কে হ্যা করে আর সীমা কৌশিক কে ।। গোলাপ নিবেদন হয় সীমার প্রিয় সাদা গোলাপ আর রুবির লাল গোলাপ অদল বদল হয় ।।।……..
রুবি সেদিন খুব কেঁদেছিল।
কৌশিক কিনা শেষ পর্যন্ত ‌…..
সময় বদলেছে বদলেছে কষ্ট
মনে গান বাজে চারজনের
“কত কথা বলা হল না প্রিয় কত সূর্য মুখীর মন ভার “
…কৌশিক আজ লিখছে ত্রিকোণমিতি র মতোই বদলে গেল সব তাই সময়ের কথা সময়ে বলতে হয় নয়তো নিজের প্রিয় মানুষ কে অন্যের হয়ে যেতে দেখার থেকে বড় কষ্ট জানে না কি হতে পারে ।।
সীমার ফোনে কল আসছে
” সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না‌”
ধন্যবাদ
(বি.দ্র.- সবটাই কাল্পনিক চরিত্র বাস্তবের সঙ্গে মিল নেই ভুল ত্রুটি মার্জনীয়)
কলমে স্বরলিপি দাস

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started