Poem by Mrinal Manna

।। ঐ তারাদের মাঝে ।।


-মৃণাল মান্না

ঐ তারাভরা আকাশ মাঝে,
স্বপ্ন আমার বন্দী আজও লাজে !
ভাবায় আমায় কতই কথা,
কোনো অবসর সকাল-সাঁঝে।

দেখেছিলাম যে স্বপ্নগুলো,
কিশোর মনের ছুঁতোয়,
সেসব কোথায় হারিয়ে গেল !
বাস্তবের ঐ গুঁতোয়।

তবু, আকাশের তারার মাঝে,
তাদের আজও দেখি,
তারা-নক্ষত্র সকল মিটি-মিটি হাসে,
আমিও হাসি মেকি !

এমনই অসীম আকাশ মাঝে,
কোনো অজানা ছায়াপথ জুড়ে,
ফুটেছিলে তুমি ধ্রুবতারা হয়ে,
সকলই আলোয় ভরে।

কোন অদৃষ্টে, কাছে পেলাম তোমায়,
হয়ে ক্ষুদ্র গ্রহানুপুঞ্জ,
তোমারি আলোকে আলোকিত করে,
সাজালে মধুর কুঞ্জ।

সেই সুখকাল স্থায়ী হল নাহি !
ভাসিলাম হাওয়ার তোড়ে,
যাওয়ার আগে নিলেম সাথে,
যত ভালোবাসা বুকে ভরে।

তাই ভাবি, আর ভাবিবনা বৃথা,
কষ্ট, বেদনা যত,
আকাশটি জুড়ে রইলে তো ভরে,
তুমিতো তারারই মতো।

তবে এও জানি, জীবনে যদি,
কভু দেখিগো অন্ধকার,
আসবেই তুমি, তারা হতে টুটে,
খুলিয়া আলোর দ্বার।।

The poem is written and created by Mrinal Manna, BSC computer science student 1st year of RamkrishnaMission Vidhyamandir, Belur……..

If u feel the same sort of Experience in your life plz comment down below and if u agree with the moral:

ব্যর্থতায় আজ হতাশা নাই,
হতাশাই আজ ব্যর্থ তাই!!!— Atrajit Sarkar

Plz also comment down below……….

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started