Poem by Swaralipi Das

করোনা (প্রথম)

—স্বরলিপি দাস


চারিদিকে যখন হচ্ছে দাঙ্গা,
মারামারি
মুক্তি দিতে হাজির হল এক
বিশাল মহামারী ৷
আজ যখন সমস্ত পৃথিবী
দুঃসহায় , দুর্দশাগ্রস্ত
মানুষ নিরুপায় হয়ে হয়েছে
বিজ্ঞানের দ্বারস্থ।
এই মহামারী থেকে বাঁচার
উপায়
সত্যিই কী কারোর জানা
নাই?
মানুষ আজ তালা চাবির ‘পাড়ে
গৃহবন্দী
তাই অনেকে সময় কাটানোর
জন্য এটেছে নানা ফন্দি ৷
কেউ মেতেছে লুডোক্যারামের
মতো গেমে
আজ সংসার হল বন্দি সত্যি
এক ফ্রেমে ৷
প্রায় লক্ষাধিক প্রাণ হয়েছে
করোনার বলি
চলো আমরা সোশ্যাল
ডিসটান্স মেনে পথ চলি৷
সত্যিই এখন কাটছে সময়
পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ৷
বাড়িতে রান্না হচ্ছে এখন
আলু ভাত তরকারি
সত্যিই প্রতিজ্ঞা করছি আর
করব না প্রকৃতি তোমার
সাথে আড়ি৷
করোনা কেড়েছে অনেক
প্রিয়জন
রাস্তাঘাট এখন জনশূন্য
সুনসান।
যা ছিল কল্পনাতীত,তাই হল
বাস্তব
একশো বছর পর এ তোমার
কী লীলা মাধব??
কাটিয়ে মৃত্যুভয়
হবে বিজ্ঞানেরই জয়৷
চারিদিকে চলছে খুব
গবেষণা,
পড়াশোনাতেও ঠিক মন
বসছে না৷
আজকের প্রকৃতি হয়েছে
খুব শান্ত
মুক্তি পেয়েছে মানুষ যারা
ছিল পরিশ্রম ক্লান্ত ৷
আজকে সকলের প্রার্থনা
এক
আজ হেসে প্রকৃতি বলছে
দেখ !
খুব করেছিলি না আমায়
অবজ্ঞা
এবার সবাই কর
প্রতিজ্ঞা ৷
সবাই মিলে একসাথে
থাকবি
নিজের সাথে অন্য কেউ
ভালো রাখবি ৷
এইটুকুই ছিল আমার
বলা
সব ভুল শুধরে নতুন করে
শুরু হোক পথ চলা৷
হয়তো এই কবিতায় অনেক
ভুল করেছি আমি
কিন্তু আমার প্রথম প্রয়াস
আমার কাছে দামি

01.05.2020

– স্বরলিপি দাস৷

😌Thanks for reading 😌

2 thoughts on “Poem by Swaralipi Das

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started