প্রিয় গ্ৰিটিংস কার্ড

Poem by Swaralipi Das


ছোটো বেলায় যেটা কিনব বলে করতাম বায়না
বড় হয়ে সেটাই বোধহয় কেনা আর হয় না!
নতুন বছরের শুভেচ্ছা দিতে
আগেই যাব দোকানে জিনিস টি কিনতে ।
আমার পছন্দ গোলাপ বা কার্টুন ,বন্ধুর জন্য সিনারি
নানা রকম কার্ডের মধ্যে সেরা টি হবে আমারই
পরের বার আরেকটু বড় গ্ৰিটিংস কার্ড কিনতে গিয়ে
দেখলাম জিনিসটাই বর্তমানে গেল হারিয়ে।
সোশ্যাল উইশ ফরোয়ার্ড করেই উইশ এখন চলে
রিপ্লাই দেয় কেউ কেউ আবার সেম টু উ বলে!
গ্ৰিটিংস কার্ডের রকমারির সাথেই রঙিন ছিল জীবন
স্কুলে বা প্রাইভেটে কে কটা কার্ড পেল গল্প
শুনতাম তখন।
হারিয়ে গেছে সেই সব বন্ধুরা , যোগাযোগ আর নেই
গ্ৰিটিংস কার্ডের সেই ছড়া গুলো থাকবে শুধু স্মৃতিতেই।
নতুন বছরে এসেছে এখন নতুন রকম উইশ আর নতুন ওয়ার্ড


অনেক স্মৃতি বহন করে ভালো থাক সেই সব গ্ৰিটিংস কার্ড।
নতুন বছরে উদিত প্রথম সূর্য কিরণ
আলোকিত করে তুলুক এ ভুবন ও সবার জীবন
কেটে যাক করোনা , জনজীবন হোক স্বাভাবিক আবার
যাতে প্রাণ খুলে হাসিভরা মুখ দেখা যায় সবার ।
©swaralipidas

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started