পৌষল্যা ও পৌষ মেলা

Poem by Swaralipi Das


বারো মাসে তেরো পার্বণ নিয়ে মোজে থাকে সব বাঙালি,
তাইতো আনন্দের ডালি নিয়ে হাজির
পৌষালী ।
করতে উপভোগ শীতের আমেজ
সপরিবারে পাড়ি দেয় বেঁধে ভারী লাগেজ। ভ্রমণপিপাসু বাঙালির যে বরাবরই তীর্থের টান এর মাঝে রোজ ই চলে পিকনিকের মজাদার গান। ডিসেম্বর জানুয়ারি দু মাস হয় শীতের কাঁপন পাড়ায় পাড়ায় দলবেঁধে তাই চড়ুইভাতির হয় আয়োজন।
কারোর আবার মনে হয় একটু দূরে যাওয়া প্রয়োজন গাড়ি নিয়ে চলো যে তাই করতে বনভোজন। পৌষল্যা পিঠে পুলি নলেন গুড়ের রসগোল্লা শীতের শেষে চলছে তাই গ্রাম শহরে পৌষ মেলা । এরই সঙ্গে জুড়েছে মানুষ শীতের আনন্দে ক্রিকেট খেলা
বইমেলার পাশে চলছে তাই বাহারি কৃষি
মেলা ,
এখন আবার চলছে মেলায় পিঠে পায়েসের প্রদর্শন পৌষ মেলায় বিখ্যাত হলো কবিগুরুর শান্তিনিকেতন। গঙ্গাসাগরে ভিড় করে হয় মকর সংক্রান্তির মেলা
জালুইডাঙগার কাঠের জিনিস আর চড়ো নাগরদোলা ,
একই সময়ে প্রয়াগে চলে বিখ্যাত কুম্ভ মেলা। শীতে ঠক ঠক পুণ্যের আশায় স্তব করে ডুবিয়ে গলা করোনার ভয়ে এ বছর হবে বাড়িতে চড়ুইভাতি , পৌষ কালী মায়ের পুজোয় যে তাই সবাই আনন্দে মাতি।
©swaralipidas

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started