গৌরধাম নবদ্বীপের রাসমেলা

Poem by Swaralipi Das


নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস
জগাই মাধাই সবে মিলে করিলেন রাস।❤️
উৎসব মুখর হল নবদ্বীপ শ্রীধাম
আনন্দে পাগল মানুষ জপে হরিনাম ।
চক্ররাস,যুগল মিলন আর কৃষ্ণকালী
‘বড় শ্যামা’ দেখতে চলে নিয়ে অর্ঘ্যের থালি ।
চণ্ডীমাতা,শ্যামা ,গঙ্গা- হরগৌরী
হরেক রকম দেবদেবীর দর্শনে হুড়োহুড়ি
ভদ্রকালী কাত্যায়নী কিংবা ডুমুরেশ্বরী
সব প্রতিমাই সুন্দর লাগে এই কদিন ভারী
তোতাপুরী -বিন্ধ্যবাসিনী – -তারা মা
‘রণকালী’-‘বামা কালী’ বিখ্যাত প্রতিমা ।
জন্মাষ্টমী -কালিয়াদমন আর ধ্রুব নারায়ণ
কৃষ্ণের বিভিন্ন রূপের যায় পাওয়া দর্শন।
কমলে-কামিনী -রণচণ্ডী – মহিষাসুরমর্দিনী
আমরা মাকে ভুবনেশ্বরী রূপেও চিনি।
অন্নপূর্ণা -অকাল বোধন আর হরি-হর মিলন
এখানেই দেখতে পাবে অর্জুনের বিশ্বরূপ দর্শন,
কখনো তিনি দেবীগোষ্ঠো ,কখনো কৃষ্ণ মাতা
বিশ্বজননী রূপে তুমিই সকলের ত্রাতা।
মহিরাবণ বধ- পার্থ সারথী আর নটরাজ
অগুণিত প্রতিমার যে সুসজ্জিত সাজ।
পূর্ণিমা তিথিতে হয় পূজার আয়োজন
হরেক দেশের দর্শনার্থীদের হয় আগমন।
ব্যান্ড তাশা ঢাক আর নিয়ে ঢোল সানাই
নৈবেদ্য আর শোভাযাত্রায় পোড়ামাকে প্রণাম জানায় পরদিন কাঁধে চড়ে আসেন গৌরাঙ্গিনী
ঘুরতে থাকেন দেব-দেবীরা চলে প্রদর্শনী
পাশে চলে দর্শনার্থীরা করে নৃত্য কোলাহল
ফুচকা,ঘুগনীর দোকানেও তখন মানুষের ঢল।
বহুরূপে পূজিত মূর্তির এরপর হয় ভাসান
ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে মিটিয়ে মুশকিল আসান।।
-স্বরলিপি দাস
©swaralipidas

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started