Merry Christmas

Poem by Swaralipi Das

সান্তাক্লজের মতই প্রিয়জনেরা দেই আজ উপহার
বড়দিন মানেই চারিপাশে আলোও ও কেকের বাহার !
যীশু খ্রীষ্টের আজ জন্মদিন।।
তাই তো চারিদিকে সাড়ম্বরে পালন হয় ‘বড়দিন’
সান্তা ক্লজ দিতে আসবে উপহার রাতে, এই আশায়
বাবা মা পরিজনেরা শিশু দের ভোলায়।
চারিদিকে সুচিত্রিত আলো আর ক্রিসমাস ট্রি
খেতে হবে এইদিন সুস্বাদু কেক ও পেস্ট্রি।
আলোয় সেজে ওঠে মিশনারী চার্চ ও পার্কস্ট্রিট
আনন্দে মজায় কাটে বড়দিন,শহরে আজ দারুন শীত
সান্তার কাছে একটা জিনিসই চায়
কেটে যাক করোনা মহামারী ঈশ্বরের কৃপায়।।
©swaralipidas

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started