আমফান

Poem by Swaralipi Das


করোনা যুদ্ধের সাথে পাল্লা
দিয়ে
আরও এক নতুন উপদ্রব এল
এগিয়ে৷
নাম তার অবাক করা
চলো তাকে নিয়ে লিখি একটি
ছোটো ছড়া ৷
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন
জর্জরিত
প্রবল শক্তি সঞচয়ে এসে
গেছে সাইক্লোন
করোনার উপদ্রবে আমরা
বড়ই ত্রসত৷
তার মধ্যে এল কিনা
আমফান!
হে ভগবান!হে ভগবান!
কত কী আর আছে দেখার
বাকি
ভয় হচ্ছে ঝড়ে উড়ে যায়
নাকি!
আয়লা ,লায়লা ,বুলবুল,ফণী
এতেও বোধহয় মন ভরেনি
সকাল থেকে প্রবল
বৃষ্টি
সত্যিই প্রকৃতি এ কী আজব
সৃষ্টি!
ক্ষতিহবে অনেক ,পোহাতে
হবে অনেক যন্ত্রণা
যদি সম্ভব হয় উড়িয়ে নিয়ে
যাও করোনা৷
৮০-৯০কিমি/ঘন্টা হয়তো
এত বেগ তোমার!
কারেন্ট ও নাই ,কাজ করছে
না ইনভার্টার৷
তাই অনেক দিন পর জ্বালানো হল মোমবাতি
বর্ষা আমার খুব প্রিয় ,তৃতীয়
প্রয়াসে থাকল সাথী
কী আবার? ছাতি ছাতি ছাতি!
যদি সত্যিই কাল থেকে
জানতে পারি
কমে গেছে ভয়ঙকর মহামারী
করবো আমরাও স্মরণ
তোমাকে সত্যিই আমফান৷
20.05.2020.
– স্বরলিপি দাস
😌Thanks for reading
©swaralipidas

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started