বসন্তের বার্তা

By Swaralipi Das


রূপালী শুষ্ক শীত পরীর সরবে সাদা কুয়াশার চাদর,
বসন্ত পঞ্চমীর আগমন হয়, পাশে থাকে
ভ্যালেন্টাইনসডের কদর।
চঞ্চল প্রকৃতি সেজে ওঠে যেন পেয়ে বার্তা আগমনের
ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় প্রাণ ফিরে আসবে গোটা অরন্যের।
জলে-স্থলে কচি পল্লবে দখিনা বাতাস আম্রমুকুলে
সাজো সাজো শোভা অশোকে, পলাশে, কাঞ্চন মহুয়া ,শিমুলে,
কৃষ্ণচূড়া সাজে ঋতু র আহ্বানে ,ছুটে যেতে চায় প্রাণ
যেমন বাঁশির মূর্ছনায় রাধা ছুটে যেত অনুভবে বংশী -বদনের টান
আম্র কুঞ্জ ন্যুব্জ মুকুলে মাতোয়ারা অলি চাকে গুঞ্জনে
কুহু কুহু দূত কোকিলের কূজন ও বসন্ত রাগের তানে।
পাখপাখালির মনে জাগে শিহরণ শীতের অন্তর্ধানে,
বৃন্দাবনে হোলি খেলে শ্যাম শ্রী রাধিকার সনে ।
বসন্ত উৎসবে বিখ্যাত হলো কবিগুরুর বিশ্বভারতী
চাক্ষুষ করে মুগ্ধ হয় অগণিত দর্শনার্থী।
দোল পূর্ণিমায় হয় উৎসব নবদ্বীপ- মায়াপুরে
চৈতন্য দেবের জন্মতিথি যা বিখ্যাত জগৎজুড়ে।
বসন্তে তবু আছে কাঁটা ,হয় বসন্ত রোগ
তা হলেও সর্বদা স্বাগতম বসন্ত করতে আনন্দ উপভোগ।।
-স্বরলিপি দাস

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started