মাকড়সার জাল
এই জালেতেই জন্মেছিলাম,
এতেই প্রথম আটকে ছিলাম!
বুঝেছিলাম আর যে উপায় নাই,
উপায় কেবল বসে বসে কাঁদাটাই!!
সময় স্ব-স্রোতে বদলে গেল—
জালের গড়ন পরিবর্তিত হল,
জালের মায়া গ্রাস করল,
সবাই কেমন, বন্ধু হল!—
যারাই এসে জড়াতো এই জালে,
মনে হত, সবাই মোরা চলি একই চালে,
সময় আরও বয়ে গেল—
জালের গড়ন বদলে গেল!
বুঝলাম সবাই তো এক নই,
আরও বুঝলাম কেউই এক নই!
কত জাল বন্দী হত্যা হল,
তৃষ্না তবু নিবৃত না হল!
কত নতুন জাল বুনন হল,
আর তাদেরই কত ছিন্ন হল!!
তবু জালই জীবন, জীবনই জাল,
তাতেই কাটবে বাকিটা কাল!
সময়ে স্রোত আঘাত দিল,
জালের শক্তি দুর্বল হল!
জাল ছিঁড়ে পরবার উপক্রম,
সবাই ইতমধ্যে করেছে গমন!!
কেউ আর আসে না,
কেউ বাঁধা পড়ে না!!
জাল ছিঁড়ে পরবার আগে
একটি কথাই ভাবি—
কেন ফাঁসালে এ জালের ফাঁকে
কেন পেলেম এত ফাঁকি!
কে তুমি, কে আমি,
কেন এই জাল,
কেন ভাবালে, আমিই দামি!!
সবই মোর ভুল চাল!!