Poem by Me

The following poem is dedicated to my dear sister Swaralipi Das!!!!!!!!

কর্ম-মন্দির


মানুষ ভালবাসার দাস!
কর্ম-মন্দিরে পোঁতা আছে ওই যে খুঁটি,
তাতে বাঁধা পোক্ত দড়ি কভু না টুটি!
চক্রাকারে খাচ্ছি ঘাস।

সময় বয়ে যায়,
সবুজ রুক্ষ হয়!

তবু যে বৃত্ত ছেড়ে বেরোবারে নারি,
বৃত্তটাই শেষ সীমানা তখন বুঝতে পারি।

চারদিকে সবুজ লতা
আমার বৃত্তে রুক্ষতা!

হায় রে,এবার মোরে যেতে হবে ভাই,
শেষ লগ্নে চোখ দুটিতে জল এল তাই!

পুরানো সবুজের কথা মনে পড়ে যায়,
মনে হাসি, ভাবি এ কেমন ছলনা হায়!

চোখ জুড়ে অশ্রু-বাষ্প, দৃষ্টি হল ঝাপসা,
চোখ মেলে তাকিয়ে থাকা বৃথা প্রচেষ্টা!

এহেন কালে আবছা আলোয় ক্ষীণ চেয়ে দেখি,
বৃত্ত-ধারে ক’টি লতা মাথা দুলাচ্ছে, একী!

তারা কেবল বলতে চায় যেতে দেব না!
হেসে বলি, আর আমায় বেঁধে রাখিস না!

এসে থেকে বাঁধা আছি এবার মুক্তি চাই।
আর আমায় বাঁধিস নারে ছেড়ে দে রে ভাই!

শুধু এই বলে, চোখ বুজলাম!
রুক্ষতা, সবুজ কোথায় কী!
সবই নিকষ কালো, আর কী!
বৃথাই চোখের জল ফেলছিলাম!

—পাপাই !!

Thanks for reading

Poem by Swaralipi Das

যুদ্ধ


যুদ্ধ বলতে একটা ছবি আসে
মনে
শত-শত প্রাণ হয় বলি ক্ষণে
ক্ষণে
যুদ্ধে যে সৈনিক যায়
তার কি থাকে মৃত্যুভয় ??
সে যে ভীরু,কাপুরুষ নয় ৷
সে চাই প্রতি পদক্ষেপই হোক
শুভময় ৷
যদি সে ফিরে না
আসে?
স্বজন বিয়োগে পরিবার কান্নায় ভাসে!
সময়ের ধারার সাথে তার স্মৃতি হয় ক্ষীণ
যুদ্ধে যাওয়া মানুষের প্রতি থাকে ঋণ !
আমরা তাদের কাছে সারাজীবন ঋণী
আমরা শুধুই ঘরে যুদ্ধ
পরিসমাপ্তি র প্রহর গুনি!
দশম শ্রেণিতে পড়েছিলাম
‘অসুখী একজন’
সত্যিই যুদ্ধ বিষয়ক সে কবিতা ছুঁয়েছিল মন!
করোনা যুদ্ধে ও জানায়
বিনম্র শ্রদ্ধা
ডাক্তার,পুলিশেদের,তারাও
যে যোদ্ধা ৷
যুদ্ধ শুধু রণক্ষেত্রে থাকে না
সীমাবদ্ধ৷
কখনো তা রূপ বদলে হয়
মানসিক দ্বন্দ্ব!
যুদ্ধ শুধু কেড়ে নেয় প্রাণ !
কিংবা তৈরি করে চাপা
অভিমান!
ইতিহাস থেকে পৌরাণিক
চরিত্র
সবকিছুতেই যে সাক্ষী মিত্র!
আমার সহজ ,সরল কবিতার
ভাষা !
যদি ভালো লাগে অষ্টম প্রয়াস
এটাই আমার আশা!
‘যুদ্ধ নয় শান্তি চাই ‘ এই
স্লোগান
অভিবাদন দেশমাতার সাহসী
সন্তান ৷

– স্বরলিপি দাস
13.08.2020

Thanks for Reading

Poem by Mrinal Manna

।। গোধূলিবেলায় ।।

-মৃনাল মান্না

পশ্চিমেতে রবিবরণ সাঙ্গ হলে পরে,
আকাশ জুড়ে এত সোনার আভা, কোথা হতে ধরে?

সেই অপরূপ রঙিন ছটায়, যেন আকাশটাকেই ভুলি,
চিনিলাম শেষে মোদের আঙিনায়, বেলাশেষের গোধূলি।

দেখিলাম, পাখিরা বাসায় ফিরিছে, করিয়া কতই কূজন,
বটতলাটি বড়ই একা, না পেয়ে তার সুজন।

রাখাল ছেলের কাজ ফুরালো, গরুরা ফিরিল বাটে,
দিনশেষে বড় ক্লান্ত তারাও, কতনা চরেছে মাঠে।

চাষীরাও সব ক্ষেত হতে বুঝি, এবারে পড়িল উঠি,
আকাশ হতে যেন সোনার দানা, সেথায় পড়িছে লুটি !

ছেলেমেয়েদের খেলাধুলা তবু, এখনো হয়নি শেষ,
সূর্যিমামা থামলেও যেন, তাদের কমেনি রেশ !

ধীরে ধীরে গাঁয়ে সন্ধ্যা নামিল, প্রদীপ জ্বলিল দোরে,
গোধূলী এভাবে বিদায় নিল, শঙ্খধ্বনির সুরে।

এই গোধূলি, এই মাঠ-ঘাট, এইতো খাঁটি সোনা,
তব ভুবনে, এই নয়নে, যায়না যাদের গোনা !

Poem by Me

মাকড়সার জাল

এই জালেতেই জন্মেছিলাম,
এতেই প্রথম আটকে ছিলাম!

বুঝেছিলাম আর যে উপায় নাই,
উপায় কেবল বসে বসে কাঁদাটাই!!

সময় স্ব-স্রোতে বদলে গেল—
জালের গড়ন পরিবর্তিত হল,

জালের মায়া গ্রাস করল,
সবাই কেমন, বন্ধু হল!—

যারাই এসে জড়াতো এই জালে,
মনে হত, সবাই মোরা চলি একই চালে,

সময় আরও বয়ে গেল—
জালের গড়ন বদলে গেল!

বুঝলাম সবাই তো এক নই,
আরও বুঝলাম কেউই এক নই!

কত জাল বন্দী হত্যা হল,
তৃষ্না তবু নিবৃত না হল!

কত নতুন জাল বুনন হল,
আর তাদেরই কত ছিন্ন হল!!

তবু জালই জীবন, জীবনই জাল,
তাতেই কাটবে বাকিটা কাল!

সময়ে স্রোত আঘাত দিল,
জালের শক্তি দুর্বল হল!

জাল ছিঁড়ে পরবার উপক্রম,
সবাই ইতমধ্যে করেছে গমন!!

কেউ আর আসে না,
কেউ বাঁধা পড়ে না!!

জাল ছিঁড়ে পরবার আগে
একটি কথাই ভাবি—
কেন ফাঁসালে এ জালের ফাঁকে
কেন পেলেম এত ফাঁকি!

কে তুমি, কে আমি,
কেন এই জাল,
কেন ভাবালে, আমিই দামি!!
সবই মোর ভুল চাল!!

Poem by Swaralipi Das

গজ-ইতি


শিশুটি তখনও ভূমিষ্ঠ
হয়নি
মাতৃত্বের সুখ আর বেশি দিন
সইনি৷
ক্ষিদে জ্বালায় অতিষ্ট হয়ে
ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে
গেছিল সে খাবারের
খোঁজে
তার খিদের জ্বালা মানুষে
কী বোঝে?
পৌঁছে অন্তঃপুরে ( গ্রামে)
আনারস দিল তারা যত্নভরে !
খুশি হয়ে ক্ষুধার্ত হাতি
বোঝেও নি তাতে ছিল
আতসবাজি!
ফেটে গেল তার বুকের ছাতি !
তবুও সে ক্ষতি করতে অপারক হাতি দিল জলে
ঝাঁপ
স্বয়ং ভগবান কি করবে তাদের(ষড়যন্রকারীদের)মাপ?
অবশেষে একটা প্রশ্ন থেকেই
যায়
কী জানি কি হবে বিধাতার
রায় !
সত্যিই কী এরা মাধব?
নাকি মানুষরূপী এক
মহামানব!
ক্ষমা করবেন গজরাজ ?
আর যেনো না হয়
এহেন পাপকাজ !
পঞ্চম প্রয়াসে তুলে
ধরলাম সেই ঘটনা
আর যেনো না হয় ,
এই করি প্রার্থনা৷

06.06.2020
-স্বরলিপি দাস

Thank u for reading 😌

Poem by Swaralipi Das

মা


মা একটি খুব ছোটো
কথা
তবুও তোমাকে নিয়ে লিখতে গেলে শেষ হয় না কোনো
গাঁথা ৷
পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তোমার সাথে আমার
পরিচয় ৷
তোমাকে শুধুই মা বলা উচিত
নয় ৷
তুমি সবার আগে
গর্ভধারিণী
জানো মা তোমাকে কখনো শুধুই মা ভাবিনি !
তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু,বন্ধু বললেও হয়তো কম
তুমি সে যাকে মনের কথা
খুলে বলা যায়!
আজও মন খারাপের মুহূর্তে তোমাকে পাশে চাই৷
তোমার মনে রয়েছে আমাকে নিয়ে শত আশা
অটুট থাকুক তোমার প্রতি আমার ভালোবাসা ৷
মা তুমি জানো?
ছোটো বেলায় দেখেছি তোমার হারমোনিয়াম
বাজানো!
মা তুমি আমার সবসময়ের
হাসি ,
তবুও বলতে পারি না আমি
যে তোমায় ভালোবাসি!❤️
আমি বিশ্বাসী নই
‘Mother’s day ‘ র ছবিতে
সোশ্যাল মিডিয়ায়
আমার অনুভূতি প্রথম চুম্বন ,
আমি আজও চায় তোমার
প্রথম আলিঙ্গন ৷
বিবাহ-বন্ধনে হয়তো মা-মেয়ে
হয় ছিন্ন
কিন্তু মনের টানে তা হয় সর্বদা
অভিন্ন৷
তোমার সাথে হলে অভিমান
আঁড়ি
তোমাকে বলি তুমি যাও
মামার বাড়ি!
আশা রাখি সব স্বপ্ন পারব
পূরণ করতে ,
আশা করি পারব তোমায়
ভালো রাখতে !
মা তোমায় নিয়ে লিখব আর
কত?
লিখতে লিখতে পাতা ফুরাবে
শত শত ৷
মা তোমায় নিয়ে লিখলাম যে
কবিতা
দ্বিতীয় প্রয়াসও যে আছে
অনেক ভণিতা!
পোড়ো তুমি আমার লেখা
কবিতাটির লাইন
আমি তোমার চুনু(রিনি) ,নীচে
রইল আমার সাইন

– স্বরলিপি দাস
02.05.2020

Thanks for reading ❤️

Poem by Swaralipi

করোনা (দ্বিতীয় অংশ)


এই যে করোনা দিয়েছে
হানা
তার উদ্ভবস্থল আমাদের সবার কিন্তু জানা
কি আবার ?চিনা চিনা চিনা
সত্যি সত্যি আর ভালো
লাগেনা
উচ্চমাধ্যমিক পিছিয়ে তখন
পড়েছিল ছুটি
বেশ কয়েকদিন করেছিলাম
মজা -খুঁনশুটি৷
দুই মাস তিন মাস ধরে
বন্দি রয়েছি খাঁচায় তথা ঘরে ,
চলছে লকডাউন৷
এর থামার নেই কোনো লক্ষণ
এই দুইমাসঘরে বসে কাটিয়ে
পড়াশোনা কে খুব ফাঁকি দিয়ে
শিঁকেয় তুলেছি৷
তবে হ্যাঁ করেছি গান
পেয়েছি ফিরে প্রাণ ৷
তার সাথে তো রয়েছে আঁকা
এসব ছাড়া মনটা লাগে ফাঁকা
ও কবিতাও করেছি ,
অনলাইন পড়াশোনা শিখেছি৷
লিখেছি দু-তিনটে ছড়া
এখন আমার অবস্থা
পুরো আধমরা ৷
দিনশেষে যখন
দেখি
পরীক্ষার আর ঠিক ১মাস
বাকি৷
মনে হয় খুবভয়ও কিছু সংশয়
সংশয় কীসের?
হ্যাঁ বিষের (করোনা মুক্তি র)
সত্যি!কবে পাব আমরা
মুক্তি?
আবার কবে হবে তর্ক বিতর্ক
যুক্তি?
আর সেই প্রাণ খোলা ফূর্তি৷
চিন ,আমেরিকা ,ইতালি,
ফ্রান্স
ভারতেও সে ছাড়েনা কোনো
চান্স!
নয় নয় করে ১.৫ লাখ মানুষ
হল শিকার
খেতে পারছে না দরিদ্র ক্ষুধা জ্বালায় কাঁদছে শিশু ,বেকার
দিনে দিনে এত কেনো বাড়ছে
সংক্রমণ
খুব তাড়াতাড়ি চাই এর বিধান
প্রকৃতি আবার করল প্রমাণ ৷
সে চাইলে হবে পরাজিত
বিজ্ঞান!
কিন্তু চেষ্টার ত্রুটি নেই
ঠিক পাওয়া যাবে এর ঠেঁই ৷
তবে এত কেন তিনি রুষ্ট?
সবই কি আমাদের দোষ?
কেন দিচ্ছেন এত কষ্ট??
আর কত দেখব তার রোষ
করোনার সাথে হল আগমন
আকাশ নামের আমপান
তছনছ হল সব
পড়ে আছে কত শব !
এখন জানি সব শেষে মনে
পড়তে হবে নিরাসনে!
জানিনা এটা কবিতা না গল্প
সময় পেলে পোড়ো অল্প সল্প!
চলো প্রথম দ্বিতীয় ,তৃতীয় করে আমি চতুর্থ প্রয়াশে মগন
আবার যদি লিখি কিছু চেষ্টা
করব কমাতে ছন্দ পতন ৷

24.05.2020
– স্বরলিপি দাস৷

😌Thanks for reading 😌

লেখিকা— স্বরলিপি দাস, Ex-student of Tarasundari Girls’High school, Nabadwip,Nadia…

Poem by Swaralipi Das

আমফান


করোনা যুদ্ধের সাথে পাল্লা
দিয়ে
আরও এক নতুন উপদ্রব এল
এগিয়ে৷
নাম তার অবাক করা
চলো তাকে নিয়ে লিখি একটি
ছোটো ছড়া ৷
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন
জর্জরিত
প্রবল শক্তি সঞ্চয়ে এসে
গেছে সাইক্লোন
করোনার উপদ্রবে আমরা
বড়ই ত্রস্ত৷
তার মধ্যে এল কিনা
আমফান!
হে ভগবান!হে ভগবান!
কত কী আর আছে দেখার
বাকি
ভয় হচ্ছে ঝড়ে উড়ে যায়
নাকি!
আয়লা ,লায়লা ,বুলবুল,ফণী
এতেও বোধহয় মন ভরেনি
সকাল থেকে প্রবল
বৃষ্টি
সত্যিই প্রকৃতি এ কী আজব
সৃষ্টি!
ক্ষতিহবে অনেক ,পোহাতে
হবে অনেক যন্ত্রণা
যদি সম্ভব হয় উড়িয়ে নিয়ে
যাও করোনা৷
৮০-৯০কিমি/ঘন্টা হয়তো
এত বেগ তোমার!
কারেন্ট ও নাই ,কাজ করছে
না ইনভার্টার৷
তাই অনেক দিন পর জ্বালানো হল মোমবাতি
বর্ষা আমার খুব প্রিয় ,তৃতীয়
প্রয়াসে থাকল সাথী
কী আবার? ছাতি ছাতি ছাতি!
যদি সত্যিই কাল থেকে
জানতে পারি
কমে গেছে ভয়ঙ্কর মহামারী
করবো আমরাও স্মরণ
তোমাকে সত্যিই আমফান৷

20.05.2020.
– স্বরলিপি দাস

😌Thanks for reading

লেখনী — স্বরলিপি দাস completed her education at Tarasundari Girls’ High School…..

Poem by Swaralipi Das

করোনা (প্রথম)

—স্বরলিপি দাস


চারিদিকে যখন হচ্ছে দাঙ্গা,
মারামারি
মুক্তি দিতে হাজির হল এক
বিশাল মহামারী ৷
আজ যখন সমস্ত পৃথিবী
দুঃসহায় , দুর্দশাগ্রস্ত
মানুষ নিরুপায় হয়ে হয়েছে
বিজ্ঞানের দ্বারস্থ।
এই মহামারী থেকে বাঁচার
উপায়
সত্যিই কী কারোর জানা
নাই?
মানুষ আজ তালা চাবির ‘পাড়ে
গৃহবন্দী
তাই অনেকে সময় কাটানোর
জন্য এটেছে নানা ফন্দি ৷
কেউ মেতেছে লুডোক্যারামের
মতো গেমে
আজ সংসার হল বন্দি সত্যি
এক ফ্রেমে ৷
প্রায় লক্ষাধিক প্রাণ হয়েছে
করোনার বলি
চলো আমরা সোশ্যাল
ডিসটান্স মেনে পথ চলি৷
সত্যিই এখন কাটছে সময়
পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ৷
বাড়িতে রান্না হচ্ছে এখন
আলু ভাত তরকারি
সত্যিই প্রতিজ্ঞা করছি আর
করব না প্রকৃতি তোমার
সাথে আড়ি৷
করোনা কেড়েছে অনেক
প্রিয়জন
রাস্তাঘাট এখন জনশূন্য
সুনসান।
যা ছিল কল্পনাতীত,তাই হল
বাস্তব
একশো বছর পর এ তোমার
কী লীলা মাধব??
কাটিয়ে মৃত্যুভয়
হবে বিজ্ঞানেরই জয়৷
চারিদিকে চলছে খুব
গবেষণা,
পড়াশোনাতেও ঠিক মন
বসছে না৷
আজকের প্রকৃতি হয়েছে
খুব শান্ত
মুক্তি পেয়েছে মানুষ যারা
ছিল পরিশ্রম ক্লান্ত ৷
আজকে সকলের প্রার্থনা
এক
আজ হেসে প্রকৃতি বলছে
দেখ !
খুব করেছিলি না আমায়
অবজ্ঞা
এবার সবাই কর
প্রতিজ্ঞা ৷
সবাই মিলে একসাথে
থাকবি
নিজের সাথে অন্য কেউ
ভালো রাখবি ৷
এইটুকুই ছিল আমার
বলা
সব ভুল শুধরে নতুন করে
শুরু হোক পথ চলা৷
হয়তো এই কবিতায় অনেক
ভুল করেছি আমি
কিন্তু আমার প্রথম প্রয়াস
আমার কাছে দামি

01.05.2020

– স্বরলিপি দাস৷

😌Thanks for reading 😌

Design a site like this with WordPress.com
Get started