পরন্ত বিকেলে
~~~~~~~~~~~
—অত্রজিৎ সরকার
বিধাতা তোর একি খেলা
বুঝতে যায় জীবন বেলা!
কী মোহে বেঁধেছিস এ জগতটাকে?
যে বাঁধনকে কভু ফেলা যায় না ফাঁকে!!
কী সেই রহস্যজাল, কেমন তার বুনন?
যার বাঁধনে মোহাবদ্ধ গোটা বিশ্ব-ভুবন!!
মায়ার বাক্সে ভরা, মোহ সুতোয় বাঁধা—
একটুকরো ভালবাসা,বাকি বেবাক ধাঁধা!
পরন্ত সূর্যের শেষ রশ্মি পাতে
মায়ার বাক্সের বাঁধন,
মোহের দৃঢ়াবদ্ধ বাঁধন,
আরও জটিল ধোঁয়াশায় মাতে

হয়তো সবই দৃষ্টি ভ্রম!!
সবই হয়তো কালক্রম!!
সবাইকেই একদিন চলে যেতে হবে।
তাই বৃথা যুদ্ধ করে কি আর পাবে!
যতদিন আছ উপভোগ করে যাও
মায়া-বাক্সের বেবাক ধাঁধা বাদ দাও।
যুদ্ধে হারিয়ে দিও না মন,
মনটাই যে অমূল্য রতন!

মন বিনা তুমি আমি আলাদা কেউ নই!
মনের মিলনেই মোরা একসাথে রই!
তাই পরন্ত বিকেলের আগে একবার ভেবো,
যুদ্ধ দ্বারা নিজস্বতা কেন বিসর্জন দেবো?
যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না,
যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না!
বিকল্প পত্রিকার তরফে।।

To follow me in Facebook plz follow the post. : https://m.facebook.com/story.php?story_fbid=778671562941374&id=100023956129056
And to follow the বিকল্প magazine’s page on Facebook must link on the link: https://www.facebook.com/bikolpo.ju/
Thanks for watching (◍•ᴗ•◍)❤





