Poem by me

পরন্ত বিকেলে
~~~~~~~~~~~

—অত্রজিৎ সরকার

বিধাতা তোর একি খেলা
বুঝতে যায় জীবন বেলা!

কী মোহে বেঁধেছিস এ জগতটাকে?
যে বাঁধনকে কভু ফেলা যায় না ফাঁকে!!

কী সেই রহস্যজাল, কেমন তার বুনন?
যার বাঁধনে মোহাবদ্ধ গোটা বিশ্ব-ভুবন!!

মায়ার বাক্সে ভরা, মোহ সুতোয় বাঁধা—
একটুকরো ভালবাসা,বাকি বেবাক ধাঁধা!

পরন্ত সূর্যের শেষ রশ্মি পাতে
মায়ার বাক্সের বাঁধন,
মোহের দৃঢ়াবদ্ধ বাঁধন,
আরও জটিল ধোঁয়াশায় মাতে

হয়তো সবই দৃষ্টি ভ্রম!!
সবই হয়তো কালক্রম!!

সবাইকেই একদিন চলে যেতে হবে।
তাই বৃথা যুদ্ধ করে কি আর পাবে!

যতদিন আছ উপভোগ করে যাও
মায়া-বাক্সের বেবাক ধাঁধা বাদ দাও।

যুদ্ধে হারিয়ে দিও না মন,
মনটাই যে অমূল্য রতন!

মন বিনা তুমি আমি আলাদা কেউ নই!
মনের মিলনেই মোরা একসাথে রই!

তাই পরন্ত বিকেলের আগে একবার ভেবো,
যুদ্ধ দ্বারা নিজস্বতা কেন বিসর্জন দেবো?

যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না,

যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না!

বিকল্প পত্রিকার তরফে।।
Sketched and clicked and edited by me….

To follow me in Facebook plz follow the post. : https://m.facebook.com/story.php?story_fbid=778671562941374&id=100023956129056

And to follow the বিকল্প magazine’s page on Facebook must link on the link: https://www.facebook.com/bikolpo.ju/

Thanks for watching (◍•ᴗ•◍)❤

Poem by Mrinal Manna

।। ঐ তারাদের মাঝে ।।


-মৃণাল মান্না

ঐ তারাভরা আকাশ মাঝে,
স্বপ্ন আমার বন্দী আজও লাজে !
ভাবায় আমায় কতই কথা,
কোনো অবসর সকাল-সাঁঝে।

দেখেছিলাম যে স্বপ্নগুলো,
কিশোর মনের ছুঁতোয়,
সেসব কোথায় হারিয়ে গেল !
বাস্তবের ঐ গুঁতোয়।

তবু, আকাশের তারার মাঝে,
তাদের আজও দেখি,
তারা-নক্ষত্র সকল মিটি-মিটি হাসে,
আমিও হাসি মেকি !

এমনই অসীম আকাশ মাঝে,
কোনো অজানা ছায়াপথ জুড়ে,
ফুটেছিলে তুমি ধ্রুবতারা হয়ে,
সকলই আলোয় ভরে।

কোন অদৃষ্টে, কাছে পেলাম তোমায়,
হয়ে ক্ষুদ্র গ্রহানুপুঞ্জ,
তোমারি আলোকে আলোকিত করে,
সাজালে মধুর কুঞ্জ।

সেই সুখকাল স্থায়ী হল নাহি !
ভাসিলাম হাওয়ার তোড়ে,
যাওয়ার আগে নিলেম সাথে,
যত ভালোবাসা বুকে ভরে।

তাই ভাবি, আর ভাবিবনা বৃথা,
কষ্ট, বেদনা যত,
আকাশটি জুড়ে রইলে তো ভরে,
তুমিতো তারারই মতো।

তবে এও জানি, জীবনে যদি,
কভু দেখিগো অন্ধকার,
আসবেই তুমি, তারা হতে টুটে,
খুলিয়া আলোর দ্বার।।

The poem is written and created by Mrinal Manna, BSC computer science student 1st year of RamkrishnaMission Vidhyamandir, Belur……..

If u feel the same sort of Experience in your life plz comment down below and if u agree with the moral:

ব্যর্থতায় আজ হতাশা নাই,
হতাশাই আজ ব্যর্থ তাই!!!— Atrajit Sarkar

Plz also comment down below……….

Poem by me

একটি চারা

দিয়েছিল মাথাচাড়া

ডাস্টবিনের এককোনে,
অজস্র ময়লা রয়েছে স্তূপীকৃত।
তারই মাঝে সংগোপনে,
সৃষ্টির শ্রেষ্ঠত্ব পুনরুন্মীলিত!
শ্রেষ্ঠত্বের অবমাননা মাঝে—
হাজারো নিরাশা মাঝে,
একটি ভিত্তিহীন তবু দৃঢ়,
একটি নির্মল এবং প্রগাঢ়—
আশার আলোর মতো একটি চারা,
নিগূঢ় অন্ধকার ভেদী, দিল মাথাচাড়া!
অন্ধকার নিষ্ঠুরতা কি তাকেও করবে গ্রাস?
নাকি তার নির্মলতা, প্রগাঢ়তা দূর করবে ত্রাস—
সকল অন্ধকারের, সকল অবমাননার,
সকল বর্জ্য সম অবমাননার, প্রতিবন্ধকতার?

I’m Atrajit Sarkar and I wrote it after struck by many storms of my life.. I held a hope but it is now —I don’t know what would be with it … Can it survive ? All is unknown to me… I can’t but carry that hope but today’s situation is totally contrary to keeping my hope alive that I wanted to express through my poem…. If u guys feel that poem relevant to today’s hopes and society plz comment down below and also comment down your hopes and obstacles in front of it….. Thanks for reading all the poem….. Thank you(◍•ᴗ•◍)❤!

Atrajit Sarkar

The poem by Mrinal Manna

।। চিরনবীনা ।।

—মৃনাল মান্না

এখান হতে গিয়ে দিগন্তে মিলেছে, দীর্ঘ বনভূমি,
কাঁঠালের ছায় বসে বসে তাই দেখিতেছিলাম আমি।
মাঝখান দিয়ে নদী বয়ে গিয়ে পৃথক করেছে তাকে,
সে মায়াবনানী কোন জাদুবলে আমায় কাছে ডাকে।

সে মায়াজালে ধরা দিয়ে শেষে, গিয়ে পরি তার নীড়ে,
সবই যেন হেথা রূপকথার ন্যায়, টলমল নদী তীরে।
গাছগুলি সব উপরে উঠিয়া চাঁদোয়া করেছে রচনা,
তার তলে আমি কত ভ্রমিলাম, মিটিল না তবু রসনা।

দেখিলাম সব ফুলরাশি হেথা, হাওয়ার তালে দুলে,
প্রজাপতির তোরে মধু বিলায়ে, আপনারে গেছে ভুলে।
পাখিগণ সব উপরে উঠিয়া, জমিয়ে বসেছে সভা,
কেউবা সবুজ, কেউ বেগুনি, কারোর রক্তিম প্রভা।

রকমারি সব লতা-গুল্ম, মাথা তুলে বহু ক্লেশে,
বৃক্ষকে তারা আকড়ে ধরিয়া, বেঁচে আছে সুখে হেসে।
বন-অলিন্দে এক সরোবর, স্বর্গে যেমন থাকে!
কমলের দল ফুটে আছে তাতে, হাঁসেরা আঁকে-বাকে।

এমন সময় দূরে দেখিলাম, হরিণ পালের খেলা,
খুব সুন্দর ছিমছাম দেহ, মাথায় শিং-এর মেলা।
কিন্তু সবের ইতি ঘটিয়ে, বাঘমামা দিলে গর্জন,
প্রাণভয়ে সব ছুটিয়া পালাল, কেপে গেলে সারা তপোবন।

দিনশেষে ঐ চাঁদ যে উঠিল, জোৎস্না ভরিয়ে বনে,
মোহময়ীর ঐ স্নিগ্ধ স্বরূপ, ভুলিবনা এ জীবনে।
সময় গেলে রূপ মূর্ছায়, দেহ বদলায়, কি না?
প্রকৃতি কভু বদলায় না, সে তো চিরনবিনা ।।

A poemby Me

এক মাঘে শীত যায় না।।

রোদের কোলে মেঘের দাপট,
অন্ধকার ঘনায়,
ঔৎফুল্ল লক্ষ্য আজ,
অবসাদ ছুরিকা শানায়!!

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি,
অবসাদ আজ ফাঁসি কাষ্ঠে,
ঔৎফুল্লের লুটোপুটি!

🌬️🌬️।। ইচ্ছে ডানা ।।🌬️🌬️

।। ইচ্ছে-ডানা।।
-মৃনাল মান্না

ইচ্ছাগুলো বড়ই বিকট
লাফায়, ঝাঁপায়, নাচে!
আমি বলি, ভাইরে দাঁড়া
থাক কিছুকাল পাছে।

কিন্তু তাদের বড়ই জেদ
মেলতেই হবে ডানা,
ঘুরবে, দেখবে, খেলবে, উড়বে
মানবে না আর মানা।

ইচ্ছেগুলোর ইচ্ছা শুনি
আর মনে মনে হাসি,
বলে তারা যাব সুদূরে
দিয়ে জাহাজে ভাসি।

সেথায় আছে যত পাহাড়
শত কষ্টেও চড়বো,
প্রকৃতির মাঝে জীবনটাকে
নতুন করে গড়ব।

দুর্ভেদ্য জঙ্গলেতে
হাতে বন্দুক নিয়ে,
বাঘ, ভাল্লুক বা হাতির ডেরায়
পড়লাম ধরো গিয়ে।

তখন সেই বনে-গহনে
যদিবা কেউ না থাকে,
বন্দুক হাতে সটান দাঁড়াবো
পড়বো না কোনো বাকে।

কিংবা ধরো উটেতে চড়েছি
পেরচ্ছি বিরাট মরুভূমি,
রোদের তাপে মাথা গেলে ঘুরে
ভয় পাবে নাকি তুমি।

ওহঃ কি মজাই হবে ভাই
যদিই বা মরি আমি,
জানবে সেই মরণও আমার
জীবনের চেয়ে দামি।।

👥Silhouette👥

~~ Silhouette ~~

From the leafy leakages, the beam burns
The moving pedestrian suddenly turns—
back, he is vivid but only his outline,
So far, he was submerged in the darkness,
The complete darkness swallowing all!
He’s no identity, now what’s identity?
What’s gained? Just the outline—
Just his existence matters! Nothing else?—
Why has he come for? Just to be shadow—
In the shadowy background, just to be shadow —
Dark in the darker background!!!!!!!!!!!!!!!!!!
We’re not special, neither seen specially!
Unless that leaking beam falls on us—
Making our existence silhouette—
Just Silhouette — Just— nothing more—

                                             — Me

©সচ্ছিদ্র পট ©


                 
                        প্রচ্ছন্ন কুয়াশার মাঝে,
                        ঘনীভূত মেঘ আসে—

                 প্রচ্ছন্নতাকে করতে আরও প্রকট!
             প্রচ্ছন্নতা- প্রকটতা কি আত্মীয় নিকট?

             প্রচ্ছন্নতাই আনে প্রকটের তাগিদ!
             প্রকট বিনা প্রচ্ছন্ন রয়ে যায় স্থগিত!

                 সচ্ছিদ্র প্রচ্ছন্নে প্রকট ধরা পড়ে,
               সচ্ছিদ্র প্রকটে প্রচ্ছন্ন খেলা করে!

                  প্রচ্ছন্ন বর্তমানে খুঁজে নাও ছিদ্র,
                 দেখ চেয়ে আবহে অতীতের চিত্র!

                 প্রকট সে অতীতে হবে প্রচ্ছন্ন দূর
                আবাহন হবে নতুন বর্তমানের সুর!

         প্রকট সে বর্তমানেও অতীতকে স্মরণ রেখো,
         প্রচ্ছন্ন হলেও তাকে বর্তমানের সাথে মেখো!

                        বর্তমানেরে উজ্জ্বল করি,
                        হায়রে অতীত প্রচ্ছন্ন হলে,
 
                         তোমায় যদি ভুলে যেতাম,
                        তোমায় ফেলে যেতাম চলে—

               বর্তমানের প্রকটতা কে ফেরাতে বলো!
               প্রকটে প্রচ্ছন্ন হয়ে এভাবেই চলো !

                                                  ——— আমি

Design a site like this with WordPress.com
Get started