Relationship Never Die

————Me

A little wind passed by me. Branches tossed,twigs waved a bit, beckoning me near her……Hiss of the wind near my ear to the little-little exposer of the tree leaves like a background plot glaring greenery with leaking blue of the vast sky-spot light, telling — “Where were u for this long period!?”
     Question seemed to be full of rage of 🔥 but with mild flare like it touched me not to burn away but to damp down to her lap….My eyes filled with tears. A mild but sharp enough breeze came and tried to rub my tears…
     “I’m sorry! I tried—”, I could not complete my word, meanwhile a leaf felled down mildly touched my head to face, as if telling—Why sorry! No sorry in love!Instantly I bowed down on her lap—touched her with soft hand, cuddled her to my heart’s content—”U! My childhood friend! U my love! I my improvement &  witness of my losses and wins…. U my motivator, u also battered my hopes! U r my world , U r everything to me! I can’t explain—”
     Last sun beam fell from my back, I felt the mild touch of her hand on my back……..
     Suddenly water swelled up as if she want to tell me something in some hushed but sharp voice—I noticed a little fish till now was wincing on the shore down the little slope—Sudden swelling touched it.And it jumped back! As if the swelling helped to go back………
   I understood—She indicated — Struggle is necessary for success……She just provided  that struggle and she also help to recover that…….
   My true friend ❤️.I have no accuse against her…. I understood my fault… I came back waving her a good bye assuring coming back again—Sorry I didn’t understand that failure is key to success of today………
   Coming out of her leafy fringe adoring me  till then—I just told her with a wave —”Where’er I go, I must come back to u! Yes to ur lap!………….(◍•ᴗ•◍)❤”

।।। Focus।।।

।।।।Focus।।।।

হাজার হাজার পাতার মাঝে,
তোমার উপর কেবল Focus!

হাজার খানেক তারার মাঝে,
তোমায় নিয়ে কেবল আকাশ!

হাজার খানেক পথের মাঝে,
তোমার পথই আমার Locus!

হাজার রকম প্রকার মাঝে,
তোমায় নিয়ে কেবল বাতাস!

হাজার হাজার ঔজ্জ্বল্য মাঝে,
তুমিই সেরা, বাকি bogus!

সেই তুমি কেমন তুমি,
যার উপরে একটুখানি—

যেই গিয়েছে আমার Camera-এর Lense!
তোমাতেই অবরুদ্ধ,
Lense-এর বাকরুদ্ধ!
তোমাতেই যে আমার আজ চিত্র-চয়ণ শেষ!

———— আমি!

।। খোকার স্মৃতি ।।

তোমার_পৃথিবী

BHABNA

Mrinal Manna
বিভাগ-ক’ ।। খোকার স্মৃতি ।।

বারুনীর তীরে বহুদিন পর ফিরে এসে চেয়ে দেখি,
গাবগাছটির ধারে সে তো আর নাই ! কোথা চলে গেছে? একি!

অবাক হয়ে বসে পড়লাম বুড়ো গাছটির তলে,
মনে হলো যেন তার হয় সাধ, আমায় সে কিছু বলে।

দমকা হাওয়ায় শাখা গেল দুলে, পড়ল দুটি গাব নিচে,
মাথা দোলা দিয়ে যেন জানাল, আমায় সে চিনেছে।

এমন সময় চেয়ে দেখলাম বারুনী এসেছে ফিরে!
মাঠ-ঘাট সব সবুজ তেমনি, ফিরে গেছি আমি নীড়ে।

শ্যামপুর গাঁ, এখনো ভোলেনি তার দুরন্ত খোকাকে,
সকাল-সন্ধ্যে ছুটত, খেলতো লাল-রাস্তার আঁকে-বাকে।

সকালবেলায় কিছু পড়া সেরে, খেলা শুরু হতো খুব,
ডাংগুলি, লুকোচুরি, চোর-পুলিশ শেষে বারুনীর তলে ডুব।

দুপুরবেলা এই গাছে উঠেই, চুরি করে গাব পেরে,
ক্ষেতে বসে সবে চুপি চুপি খাই, পাচ্ছে কেউ আসে তেড়ে।

বিকেলবেলায় বারুনীর জলে কই, শোল, পুটি ধরা,
সন্ধেবেলায় বাবা বাড়ি এলে, আবার শুরু পড়া।

কাজের টানে শহরে এসেছি, গাঁয়ের ঘটেছে ইতি,
সুখের খোঁজেও পাইনি তাকে, শুধু রয়ে গেছে স্মৃতি।

Fishing out Vs Fishing in

“Got a fish! Got a fish!” screamed my uncle
We saw a little fish out of her temple!

🎏  Fishing out Vs Fishing in 🎏

Temporary happiness made hunters blind
But tell what the happiness what its kind?

But think—

We render one homeless
Leaving it hapless!

We now return home
Telling home sweet home!

But she would never ever
Her dears await forever¡

Thinking—

Once she would, on us happiness fall(s)
That Time our mom call,” Return! You all?”

Only we possess senses, only we worry
Only we feel sad, only we say,”sorry!”

Yeah,yeah! All others— they r just robots
Their world’s no sense, there’s no thoughts!

Feeling sad we run home, share with her all
If their—”she” is not home whom they call?

With whom they share story, they’ld sleep
Breaking one sweet home where the relief?

At the eve fall—
Mom screamed,”come back all!”

We fished in her , let her go……
Two sweet home left intact, happiness’s so

।।দুর্ভেদ্য লৌহশিক্।।

ಥ‿ಥ  দুর্ভেদ্য লৌহশিক্ •́  ‿ ,•̀

                                                              আমি
জানালার এপাড়ে বসি ভাবি একা মনে—
বাইরের দৃশ্য আজ ধরা–ছোঁয়ার অতীত।
মনে ভাবছি হাত বাড়ালেই এই তো সে!
কিন্তু হায়, হাত বাড়ালেই দূরত্ব ও
ততোধিক বেড়ে যায়!

কতো নিকটে বসে আছি!
ফারাক শুধুই জানালাটি,
গলে যদি যেতে পেতাম —
পেয়ে যেতাম তোকে!
কিম্বা যদি,
লৌহশিক্ করতে পারতাম চূর্ণ!
অনায়াসেই মিলিয়ে যেতাম তো-তে!!!

কিন্তু হায়,
মনোবাঞ্ছা মোর অপূর্ণই থেকে যায়।

তুই অতীত— আমি বর্তমানের মাঝে ,
আজ কেবল একটিই বাঁধা —
জানালার লৌহশিক্,
দুর্ভেদ্য লৌহশিক্!

Never Forget Source

By Atrajit Sarkar

creativityxplosive

picsartedit

A—B this r beginning,
Life thus starts ringing.

We write big words, forget them …
They r pioneer,they end the game

Rome is not built in a day!
Literature but them how can say?….

From little we r big now,
U forget ur childhood, how?

So, I say, never let ur childhood RIP
Think back once more, dig more deep ….. ————— Atrajit Sarkar


© If u love that poem plz tell in the comment……….

®Plz share this post to as many friends as u can!!……………..

™ Thnx for watching……….(◔‿◔) 。◕‿◕。◉‿◉ (•‿•) (◍•ᴗ•◍)❤ you all.

।।। তুই।।।।

শঙ্খব্রত বাগচী

বলে সবাই , আমার একটা “তুই” চাই –
আমি বলি , আমার “তুই”টা কেমন ,
সেটাই জানাতে চাই ।
জানাতে চাই গগনভেদী চিৎকারে ,
জানাতে চাই স্তব্ধ নীরবতায় …..
এই জানাতে জানাতে ,
মনে হয় হঠাৎই –
আচ্ছা ! এই “তুই” কেমন ..
আমিই কি তা জানি পুরো ঠিক ?
একটা সাহায্য করতে পারবি রে “তুই” ?
একটু দ্যাখ্ না রে , “তুই” কেমন !
বলি আমি , শোন্ “তুই” –
গ্রীষ্মের দিনে দাবদাহে সবাইকে দগ্ধ করে যে সৌরবহ্ণি ,
সেটা আমার “তুই” ।
আবার , বর্ষার ঘনায়মান মেঘমালার থেকে ঝড়ে পড়া বারিধারা , যা সবার দহনে প্রলেপ লাগায় ..
সেটাও আমার “তুই” ।
শরতের আকাশে ভেসে বেড়ানো শুভ্র জীমূতের নয়নাভিরাম পট –
যা মনে প্রশান্তি আনে ,
সেও তো “তুই”ই ।
হেমন্তের সময় ঘরে ঘরে নবান্ন ,
সবার মুখেতেই হাসিটি থাকে লেগে –
সেই হাসিও আমারই “তুই” ।
এরপর , হাড়কাঁপানো শৈত্য !
প্রশমিত করে তাকে যে ওম্ ,
সেটাও তো “তুই” ।
অবশেষে , আসে বসন্তের কোকিল ,
যার সুমিষ্ট কূজন …
মনে করায় “তুই”এরই কথা …
দোলের বিভিন্ন রঙে রাঙা প্রতিটি মুখেই নির্ভেজাল আনন্দ – স্বজনকে রাঙিয়ে নিজেও রঙিন হওয়ার এই সুখের প্রাচুর্যের মধ্যেই …
“তুই” ধরা দিস আমার কাছে ,
একান্তই আমারই “তুই” হয়ে ।।

আহা বৃষ্টি

By Mrinal Manna

|| আহা! বৃষ্টি || -মৃনাল মান্না

বৃষ্টি কত সুন্দর,
কি নির্মল বারিধারা।
শুভ্র-বেশে আকাশ হতে নেমে,
ভুবন ভরায় সারা।

প্রকৃতি যখন রিক্ত-শুষ্ক,
নীরবে করছে ক্রন্দন।
ঈশ্বর-দূত ভূতলে নেমে,
ঝিরিঝিরি বয় তখন।

সত্যি কি অপূর্ব সৃষ্টি,
যেন দুইয়ের মাঝে অদৃশ্য জালবোনা।
তাই না বিমল, তুমি কিছু বলো,
যাক আরো কিছু শোনা।

ভাই রমেশ আর কি বলব,
বলেছ তো তুমি বেশ।
প্রকৃতির তরে বারিধারা,
তবে গরিবের তরে ক্লেশ!

বৃষ্টি হলেই খুশিমনে গিয়ে,
বস জানালার ধারে।
কিন্তু তাদের ঘরজুড়ে, টিপ-টাপ-টুপ,
জল ধরতে নাহি পারে।

জলে ভেসে যায় ঘর-সংসার,
মাথা চাপড়ায় স্বামী।
বউ,খোকা,খুকি কেঁদে কেঁদে নায়,
সেসব-দেখিনা আমি!

সত্যি তাদের কোনো কিছুতেই,
থাকতে নেইকো আশ।
বৃষ্টি মোদের মুগ্ধ করে,
আর তাদের উপহাস।

সেসব কথা বাদ দিই ভাই,
এত বৃষ্টির পেশা।
কাউকে হাসায়, কাউকে কাদায়,
কাউকে ধরায় নেশা।।

মহাকাল-স্রোতধারে অপেক্ষমান

By Atrajit Sarkar

সব কিছু রয়ে যাবে রব না মোরা,
মহাকাল-স্রোত এসে মেরে যাবে ছোরা।

আকাশ,বাতাস,নদী,
রয়ে যাবে একই সাথী,

অমিলে মিলিতে শুধু এসেছি মোরা,
তবে কেন অযথা স্বার্থ সিদ্ধি করা।

একদিন চলে যাব সবকিছু ফেলে,
এ জগতে কি কভু কিছু চিরদিন মেলে?

মহাকালের স্রোতের ধারে,
অপেক্ষমান সময় সরে,

কারও বা আসার সময়, কারও বা যাবার,
এ পাড়ের কোনো কিছুই নয় কো তোমার?

যা পেয়েছ এ পাড়ে,
সবই শোধ দেবার তরে,

তবু কেন নিজের বলে বিভেদ করা?
উদ্দেশ্য যে রঙ্গমঞ্চে কাজ শেষ করা!

মহাকাল-স্রোত ধারে,
অভিনেতা অপেক্ষা করে,

হয়তো আর একই মঞ্চে পার্ট পাব না!
তাই তো চাই-এ সম্পর্ককে ভুলতে দেব না!

তবে এ মঞ্চে কি পেলাম?
বসি একাকী নিভৃতে ভাবলাম—

যাবার তরে ভাড়ার মাল শোধ দিতে হবে,
মনে ভাবো, ওপাড়ে ভাল পার্ট পেতে হবে!

তবে কি কিছুই আর পাওয়ার নয়!
পারিশ্রমিক বিনাই কাজ করতে হয়!

এ জগৎ মোহ গড়ে আর গড়ে যা—
তার মধ্যে মোহ বৃথা, ফেলে যাবে তা!

সম্পর্ক, অভিজ্ঞতা আর একটু জ্ঞান,
এ সবই রঙ্গমঞ্চের অভিনেতার ধ্যান।

এ সবই পারিশ্রমিক, নিয়ে যেতে পাবে,
মোহলব্ধ সম্পর্ক তোমায় ফেলে যেতে হবে।

মোহ ই কাঁদায় তোরে,
তাই তারে ভুলে যারে,

মোহ হীন সবকিছুই নিয়ে যেতে পাবে,
তার কিছু ফেলে গেলেও দু্ঃখ নাহি হবে।

Tnx for reading……………..

Design a site like this with WordPress.com
Get started