Poem by Mrinal Manna

|| নদী-তীরে এসে || কতদিন ভাবি কখনো একলা,নদীর তীরে এসে,সুন্দর কটি কবিতা লিখবো, চুপটি করে বসে। নদী বয়ে যাবে তবু রয়ে যাবে,দিন ঢলে যাবে রাতে,আমি বসে একা থাকবো সেখানে, ঐ তারাদের সাথে। কবিতা যদি না লিখি তখন,শুধু চোখ ভরে দেখি,দেখি মায়ারাতে জ্যোৎস্নার সাথে, আমিও বইছি একি। রুপোলি-শীতল জলের সঙ্গী,আমি নিশীথের যাত্রী,কতদূরে যাব জানিনা কিছুই !Continue reading “Poem by Mrinal Manna”

Poem by Mrinal Manna

।। গোধূলিবেলায় ।। -মৃনাল মান্না পশ্চিমেতে রবিবরণ সাঙ্গ হলে পরে,আকাশ জুড়ে এত সোনার আভা, কোথা হতে ধরে? সেই অপরূপ রঙিন ছটায়, যেন আকাশটাকেই ভুলি,চিনিলাম শেষে মোদের আঙিনায়, বেলাশেষের গোধূলি। দেখিলাম, পাখিরা বাসায় ফিরিছে, করিয়া কতই কূজন,বটতলাটি বড়ই একা, না পেয়ে তার সুজন। রাখাল ছেলের কাজ ফুরালো, গরুরা ফিরিল বাটে,দিনশেষে বড় ক্লান্ত তারাও, কতনা চরেছে মাঠে।Continue reading “Poem by Mrinal Manna”

Design a site like this with WordPress.com
Get started